মালয়েশিয়ায় বাংলাদেশি ছাত্রদের মৌন অবস্থান কর্মসূচি

মিয়ানমারে মুসলমান ধর্মাবলম্বী রোহিঙ্গাদের নিপীড়ন ও চরম মানবিক বিপর্যয়ের প্রতিবাদে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশি ছাত্ররা। এ সময় তাঁরা শান্তির আহ্বানসংবলিত বিভিন্ন লেখা, পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে মৌন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বাংলাদেশি কমিউনিটির নেতা মাহবুব আলম শাহ্, আবুল কালাম আজাদ, মালেয়শিয়া যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম খান, গোপালগঞ্জ জেলা সমিতির নেতা তরিকুজ্জামান মিতুল, যুবদল নেতা আহমেদ সাগর, ছাত্রলীগ নেতা ওয়াসিম ওয়াজেদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রোহিঙ্গাদের ওপর অত্যাচার বন্ধ এবং তাদের সামাজিক নিরাপত্তা দিতে বিশ্ব নেতৃত্বের হস্তক্ষেপ কামনায় বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড বহন করেন। এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন দেশের পর্যটকের মধ্যে এই মানবিক বিপর্যয় সম্পর্কে সচেতনতার জন্য মতবিনিময়ও করা হয়।