খাগড়াছড়ির ৫৮টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি
অন্যান্য বছরের মতো এবারও খাগড়াছড়ি পার্বত্য জেলায় শারদীয় দুর্গাপূজার সর্বাত্মক প্রস্তুতি চলছে। জেলা শহর এবং ৯টি উপজেলার ৫৮টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এরই মধ্যে কোনো কোনো মণ্ডপে মৃৎশিল্পীদের হাতের নিপূণ ছোঁয়ায় দেবী দুর্গার অবয়ব ফুটে উঠেছে। প্রতিমায় রংয়ের কাজও প্রায় শেষের দিকে। দুর্গা উৎসবের মূল আকর্ষণ আরতির জন্য সবাই যে যার সামর্থ্য অনুযায়ী কিনছেন নতুন ঢোল অথবা মেরামত করছেন পুরনো ঢাক।
দুর্গোৎসবকে সামনে রেখে শিশু, কিশোর-কিশোরীরাও উচ্ছসিত। উৎসবের আমেজ ছোট-বড় সবার মাঝে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব হওয়ার কারণে দুর্গাপূজার মণ্ডপগুলোতে প্রতিবছর ভিড় করেন অন্যান্য ধর্মের লোকজনও। হিন্দু ও ত্রিপুরা সম্প্রদায়ের সবচেয়ে বড়ো এই উৎসবের আমেজ শহর ছাপিয়ে ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলে। এ বছর খাগড়াছড়ি জেলায় দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলাবাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী অয়োজকরা। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে আলাদা সভা করে নেওয়া হয়েছে প্রস্তুতিও।