মসজিদ পরিচিতি
মুসা খাঁর মসজিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের উত্তর-পশ্চিম কোণে ও কার্জন হলের পেছনে অবস্থিত ঐতিহাসিক মুসা খাঁর মসজিদ। বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর ছেলে মুসা খাঁ মসজিদটি আনুমানিক ১৬৭৯ সালে নির্মাণ করেন। তিন গম্বুজবিশিষ্ট বারো ভূঁইয়াদের এই অতীত গৌরবটির উত্তর-পূর্ব পাশে মুসা খাঁ ও পশ্চিম দিকে জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহর মাজারের অবস্থান।
মসজিদটি মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে নির্মিত। নিচতলায় কয়েকটি কক্ষ রয়েছে, যা এখন পরিত্যক্ত। দক্ষিণ পাশের বারো ধাপ সিঁড়ি অতিক্রম করে মসজিদের দরজায় পৌঁছাতে হয়। পূর্বদিকে রয়েছে খোলা বারান্দা। মসজিদটির দেয়ালও বেশ চওড়া।
মসজিদের পূর্ব ও পশ্চিম পাশের দেয়াল প্রায় ছয় ফুট এবং উত্তর ও দক্ষিণ পাশের দেয়াল চার ফুট পুরু। ভেতরে পশ্চিম পাশের দেয়ালের মেহরাবটি প্রধান এবং পাশের দুটি মেহরাব ছোট। পূর্ব পাশের দেয়ালের তিনটি এবং উত্তর ও দক্ষিণ পাশে দুটি খিলান দরজা। চারপাশের দেয়ালে মোগলরীতির নকশার পাশাপাশি বাইরের দেয়ালের চার কোণে চারটি মিনারের সঙ্গে আটকোণ বুরুজ। পাশে ছোট ছোট মিনার। বুরুজ ও মিনার সব মিলিয়ে মোট ১৬টি। এ ছাড়া মসজিদের তিনটি গম্বুজের মাঝেরটি বড়। এর কার্নিশ নকশাখচিত।
আশপাশে বহুতল ভবন গড়ে ওঠায় ঐতিহ্যবাহী প্রাচীন ও জরাজীর্ণ এই মসজিদ এখন হঠাৎ করে চোখে পড়ে না। দীর্ঘদিন সংস্কারহীন থাকায় মলিন দেয়ালে শেওলা পড়ে কালচে হয়ে আছে। ফাটল দেখা দিয়েছে মসজিদটির বিভিন্ন জায়গায়।
পাঠক, এই ঐতিহ্যবাহী মসজিদটি দেখতে চাইলে ঘুরে আসতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঘুরতে এসে খুব সহজেই দেখে যেতে পারেন বাংলার পরাক্রমশালী বারো ভূঁইয়াদের স্মৃতিধন্য শত বছরের মুসা খাঁর মসজিদ।