আপনার জিজ্ঞাসা
সেহেরির উৎকৃষ্ট সময় কখন?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার সপ্তম পর্বে সেহেরি খাওয়ার উৎকৃষ্ট সময় সম্বন্ধে মৌলভীবাজার থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম । অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : সেহেরি খাওয়ার উৎকৃষ্ট সময় কখন? রাত ১২টার পর পর খেলে হবে কি না?
উত্তর : সেহেরির ক্ষেত্রে উত্তম হচ্ছে মূলত তাখির করা। তাখিরুস সাহুর, তাজিরুল ইফতার। ইফতারটা আগে হবে, আগে বলতে আবার সময়ের আগে না, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে। আর সেহেরির ক্ষেত্রে বিলম্ব হবে। যত আপনি সুবহে সাদিকের আগ মুহূর্তে সেহেরি খেতে পারবেন, ততই উত্তম। শুধু উত্তম নয়, বরং এটি অনুসরণ করতে সব নবী ও রাসূল তাঁদের উম্মতদের নির্দেশ দিয়েছেন। সব নবী ও রাসূল যে তিনটি বিষয়ে তাঁদের উম্মতদের বলেছেন, এটি হচ্ছে তার মধ্যে একটি।
আপনি কেন ১২টার মধ্যে সেহেরি খেয়ে নেবেন? সেহেরি ১২টার মধ্যে খাওয়ার প্রয়োজন নেই। বর্তমানে সেহেরির শেষ সময় হচ্ছে প্রায় রাত ৩টা ৪০ বা ৪২ এর কাছাকাছি সময়ে। সে ক্ষেত্রে আপনি রাত ৩টা ২০-এর দিকে খেয়ে নিতে পারেন। এখন আপনি যদি রাত ১২টায় খেয়ে ফেলেন, তাহলে তো দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়তে পারেন। সে জন্য উত্তম হচ্ছে আপনি যতটা বিলম্ব করতে পারেন, ব্যবস্থাপনাটা সেভাবে করাই ভালো।