আপনার জিজ্ঞাসা
হিল্লা বিয়ে কি জায়েজ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ২১৩০তম পর্বে সমাজে প্রচলিত হিল্লা বিয়ে জায়েজ কি না, সে সম্পর্কে নোয়াখালী থেকে ই-মেইলে জানতে চেয়েছেন মো. জহিরুল ইসলাম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : সমাজে যে প্রচলন আছে হিল্লা বিয়ের, সেটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ?
উত্তর : না। বলা হয়, যে হিল্লা বিয়েতে অংশগ্রহণ করে, আরেকজনের জন্য হালাল করার উদ্দেশ্যে যে প্রতারণা করে তার ওপর এবং যে করেছে তার ওপরে আল্লাহর লানত। এটি হারাম বিষয়।
এ ক্ষেত্রে বিধান হলো, আরেক জায়গায় বিয়ে হলে, সেখানে কোনো কারণে স্বামী মারা গেলে বা যেকোনো কারণে যদি আবার বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ স্বাভাবিকভাবে তালাক হয়ে গেছে, প্রত্যেকে আলাদা পথে আছে, মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়েছে, সেখানেও স্বামী মারা গিয়েছে বা স্বামী তালাক দিয়েছে, এরপর প্রথম স্বামী তাঁকে বিয়ে করতে পারবে।
কিন্তু পরিকল্পিতভাবে বা চুক্তি করে বা ষড়যন্ত্র করে হিল্লা বিয়ে করা যাবে না।
আমাদের গ্রামাঞ্চলে, সমাজে যে হিল্লা বিয়ের প্রচলন, এটি একটি অশ্লীল বিষয়, হারাম বিষয় এবং প্রতারণার বিষয়।
ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই।