Beta

আপনার জিজ্ঞাসা

নামাজে সুরা কোরআনের সিরিয়াল মেনে পড়তে হয়?

০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৪ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৭

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৭১তম পর্বে নামাজের মধ্যে সুরা কোরআনের সিরিয়াল মেনে পড়তে হয় কি না, সে বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : নামাজের মধ্যে সুরা কি কোরআনের সিরিয়াল মেনে পড়তে হয়? যেমন প্রথম রাকাতে সুরা নাস পড়লে পরের রাকাতে ‍সুরা ইখলাস পড়া যাবে কি?

উত্তর : সালাতের মধ্যে সুরার যে সিরিয়াল রয়েছে কোরআনে কারিমে, এই সিরিয়াল অনুসরণ করা সুন্নাত বা ওয়াজিব নয়। এটিকে একদল ওলামায়ে কেরাম উত্তম বলেছেন। আল্লাহ কোরআনে বিষয়টি স্পষ্ট করেছেন যে, ‘কোরআন থেকে যতটুকু সম্ভব হয় ততটুকু তিলাওয়াত করো। যেটা তোমাদের জন্য সহজ ও সম্ভবপর হয়, সেটা তুমি তিলাওয়াত করো।’

সেখানে কেউ যদি সুরা নাস পড়ে, তারপর সুরা কাফিরুন পড়ে, এরপর সুরা মাউন পড়ে তাহলে তার জন্য এটি নাজায়েজ হবে না। এটি জায়েজ রয়েছে।

Advertisement