কোরআন বুকে ধারণ করলে জীবন আলোকিত হবে : সুফি মিজানুর রহমান
পিএইচপি কোরআনের আলো ২০২৪ অনুষ্ঠানে অংশ নিয়ে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেছেন, আজ রোববার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি সরাসরি এ অনুষ্ঠান সম্প্রচার করে।
দেশ-বিদেশে সাড়া জাগানো পিএইচপি কুরআনের আলো ২০২৪ অনুষ্ঠানটি এবার ১৬ বছর পূর্ণ করে। সারা দেশ থেকে প্রতিযোগিদের বাছাই করে চারজনকে ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্ত করা হয়।
অনুষ্ঠানে প্রথম প্রতিযোগীকে দেওয়া হয় চার লাখ টাকা, দ্বিতীয় প্রতিযোগী পাবে তিন লাখ টাকা, তৃতীয় প্রতিযোগী দুই লাখ টাকা ও সর্বশেষ চতুর্থ প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এক লাখ টাকা।
সুফি মিজানুর রহমান বলেন, গত ১৬ বছর ধরে এই অনুষ্ঠান দেশে চলে আসছে। ইতোমধ্যেই এ অনুষ্ঠান দেশে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। পবিত্র কোরআন মানুব জীবনের গুরুত্বপূর্ণ অংশ ও পূর্ণাঙ্গ জীবন বিধান। এ কোরআন মানুষের জীবনকে আলোকিত করে যদি আমরা সত্যিকার অর্থে আমরা কোরআন নিজেদের বুকে ধারণ করতে পারি।
কোরআনের আলো অনুষ্ঠানকে চলমান রাখার ঘোষণা দিয়ে মিজানুর রহমান বলেন, যারা কুফুরি করে ও মানুষকে সত্যপথে আসতে বাধা দেয়, আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন। এটিই হচ্ছে মহান আল্লাহর ঘোষণা।
প্রত্যেকের জীবনকে পবিত্র কুরআনের আলোকে জীবন গঠন করার আহ্বান জানান এবং এই অনুষ্ঠানে আগামীবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।