আপনার জিজ্ঞাসা
জিলহজ মাসের নফল ইবাদত কী কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৮৬তম পর্বে টেলিফোনের মাধ্যমে জুনায়েদ হোসেন জানতে চেয়েছেন, জিলহজ মাসের কি কি নফল ইবাদত করতে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
আমার প্রশ্ন হলো, জিলহজ মাসের নফল ইবাদত কেমন হবে? আমাদের কি কি নফল ইবাদত পালন করতে হবে? যদি একটু বুঝিয়ে বলতেন।
উত্তর : খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, জিলহজ মাসের প্রথম ১০ দিন অন্যান্য মাসের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এক হাদিসে বর্ণনা করা হয়েছে, জিলহজের মাসের প্রথম ১০ দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো মাসের আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। তাই জিলহজ মাসের প্রথম ১০ দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। মানুষ হয়তো জিলহজ মাসের প্রথম ১০ দিনের ইবাদতের চেয়ে রমজান মাসের শেষ ১০দিনের ইবাদতকে বেশি গুরুত্ব দেবেন। কিন্তু না, এটার চেয়ে খুব গুরুত্বপূর্ণ জিলহজের মাসের প্রথম ১০ দিনের ইবাদত। এই ১০ দিনের ইবাদতে বেশি বেশি জিকির করতে হবে। যে জিকিরগুলো রাসুল (সা.) বেশি করতে বলেছেন সেসব করবেন। দ্বিতীয়ত, বেশি বেশি তাকবির বলা। হাঁটাচলা, উঠাবসা থেকে শুরু করে সবসময় তাকবির বলা। তৃতীয়ত, রাসুল (সা.) জিলহজের মাসের প্রথম ৯দিন সিয়াম পালন করতেন। তাই ঈদের দিন বাদে মানে প্রথম ৯দিন সম্ভব হলে সিয়াম পালন করা। এই ৯দিন সিয়াম পালন করা সুন্নাহ সম্মত আমল। এ ছাড়া দিনগুলোতে অধিক সদকা করা গুরুত্বপূর্ণ।