আপনার জিজ্ঞাসা
ইসমে আজম পড়লে দোয়া কবুল হয়—কথাটি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২২১তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, ইসমে আজম পড়লে দোয়া কবুল হয়—কথাটি সঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : নামাজের বৈঠকের শেষে ইসমে আজম পড়লে দোয়া কবুল হয়—কথাটি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। আপনি ইসমে আজম নিয়ে জানতে চেয়েছেন। ইসমে আজম নিয়ে যেসব হাদিস রয়েছে সেগুলোর কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে, ইসমে আজম পড়লে আল্লাহ দোয়া কবুল করেন। কথাটি সঠিক। ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার বিষয়টিই হলো এর প্রধান বৈশিষ্ট। এটি নিয়ে লম্বা আলোচনা রয়েছে। প্রায় ১১টি হাদিস আছে এটি নিয়ে। প্রায় এক ঘণ্টার ওপর আলোচনা করতে হবে এটি নিয়ে। চেষ্টা করবেন বই থেকে দোয়াগুলো পড়ে নেওয়ার। রাসুল (সা.) ‘ইয়া হাইয়ুম-কাইয়ুম’ বেশি বেশি পড়তেন বলে হাদিসে এসেছে। তাই ইসমে আজম পড়তে পারেন। এটি নিয়ে কোনো সন্দেহ নেই।