আপনার জিজ্ঞাসা
পুলসিরাত পারাপার কি বিচারের আগে হবে ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৩০তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, সিরাত পারাপার কি বিচারের আগে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
পুলসিরাত পারাপার কী বিচারের আগে হবে নাকি পরে হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। তবে বিশুদ্ধ বক্তব্য হলো, সমস্ত হিসাবের পর আল্লাহতালা বান্দাদের সিরাত অতিক্রম করতে বলবেন। তখন সিরাত অতিক্রমের জন্য মানুষ এগিয়ে যাবে। এটি একেবারে হাশরের ময়দানের থার্ড স্টেজ। এটি অনেক ভয়ংকর দৃশ্য। একেবার অন্ধকারের মধ্যে দিয়ে জাহান্নামের ওপর দিয়ে ওই সিরাত পার হতে হবে। এটি আমাদের কল্পনারও বাইরে।