আপনার জিজ্ঞাসা
ঈমানদার ও নেককারের মধ্যে পার্থক্য কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৩৪ তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, ঈমানদার ও নেককারের মধ্যে পার্থক্য কী? অনুলিখন করেছেন রেখা আক্তার।
ঈমানদার ও নেককারের মধ্যে পার্থক্য কী?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। এ ব্যাপারে বলব, ঈমানদার হলো ফারসি শব্দ। ঈমানদার হলো যার মধ্যে ঈমান আছে। যার মধ্যে ঈমান আছে ও সেটা পালন করে সে হলো ঈমানদার। আর নেককার হলো যে ভালো কাজ করে। এই হলো শাব্দিক অর্থ। আর প্রয়োগের দিক থেকে, ঈমানদের বলা হয় তাদেরকে যারা ঈমানের সকল বিষয় অন্তর দিয়ে মেনে নেয় এবং সকল আমলগুলো মন দিয়ে করে। আর নেককার হলো যারা ঈমান ও ভালো কাজ করে। মানে ঈমানের সঙ্গে ভালো কাজগুলো আদায়করা ব্যক্তি হলো নেককার। ঈমান ও নেক আমল একটি আরেকটি পরিপূরক। নেক আমল ঈমানের গুরুত্বপূর্ণ রুকুন।