আপনার জিজ্ঞাসা
কীভাবে ভালোবাসলে জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পাব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৩৫ তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কীভাবে ভালোবাসলে জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পাব? অনুলিখন করেছেন রেখা আক্তার।
যে যাকে ভালোবাসে, তার সাথে জান্নাতে থাকে শুনেছি। আমরা তো আল্লাহকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমরা কি জান্নাতে আল্লাহর সাথে সবাই থাকতে পারব? আল্লাহকে কেমনভাবে ভালোবাসলে জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পাব?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। এখানে মূলত আল্লাহর প্রতি ভালোবাসার দিকটা প্রকাশ পেয়েছে। এর উত্তরে বলব, আল্লাহর সাথে জান্নাতে থাকার ব্যাপারটি আপেক্ষিক। আল্লাহকে বান্দারা ভালোবাসবেন এটাই নিয়ম। যিনি মনেপ্রাণে আল্লাহকে ভালোবাসেন ও সবকিছু মানেন তিনি আল্লাহর সাক্ষাৎ পাবেন। এখানে সাক্ষাৎ পাওয়া বলতে হলো, অনুগ্রহ পাওয়া। এখানে অর্থটা আলাদা। সাথে থাকা মানে চোখে চোখে সারাদিন থাকবে তেমনটা নয়। এখানে সাথে থাকা হলো, আল্লাহর অনুগ্রহের অধীনে থাকবেন। যাতে মনে হবে, আল্লাহর সাথেই আছেন। এখানে আল্লাহ কীভাবে কার সাথে সাক্ষাৎ দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। আর আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ এবং তার রাসুলের (সা.) এর সকলকিছু মেনে চলা ও আনুগত্য মেনে চলা। সুতরাং রাসুল (সা.) এর সুন্নাহকে মেনে যিনি জীবন-যাপন করবেন তিনিই আল্লাহকে ভালো বাসতে পারবেন।