আপনার জিজ্ঞাসা
মোবাইলফোনের মাধ্যমে বিয়ে করার পদ্ধতি কি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৪৪তম পর্বে, মোবাইলফোনের মাধ্যমে বিয়ে করার পদ্ধতি সঠিক কিনা সে বিষয়ে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন। অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহেমদ।
প্রশ্ন : মোবাইলের মাধ্যমে বিয়ে করার পদ্ধতি কি সঠিক? বিয়ের জন্য পাত্র-পাত্রীকে এক জায়গায় থাকতে হবে কি?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। এই বিয়ে অবশ্যই ঠিক আছে। ফোনের মাধ্যমে বিয়ে হতে পারে। এখানে পাত্র পাত্রীকে একই জায়গায় থাকা বাধ্যতামূলক নয়। তবে, যে দুই জায়গায় বিয়ে হবে দুই জায়গাতেই দুজন করে সাক্ষী থাকতে হবে। এখানে ওয়াকিলের কোনো প্রয়োজন নেই। এখানে অবিভাবকই ওয়াকিল। মেয়ের অবিভাবক প্রস্তাব দেবে, ছেলে সম্মতি দিবে ও কবুল বলবে। দুজন করে সাক্ষীরা সেটা শুনবেন। এখানে তৃতীয় কোনো ব্যক্তি বা ওয়াকিলের প্রয়োজন নেই। তাই বলব, ফোনের মাধ্যমেও বিয়ে করা জায়েজ। এখানে সমস্যা নেই।