শ্রীনগরের ঐতিহ্যবাহী আল মদিনা জামে মসজিদ

শ্রীনগরের ঐতিহ্যবাহী আল মদিনা জামে মসজিদটি শ্রীনগর হরপাড়া গ্রামে অবস্থিত। ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী প্রতিটি মানুষের নজর কারে এই দৃষ্টিনন্দন মসজিদ। এই অঞ্চলের মধ্যে এই মসজিদটি ঐতিহ্যবাহী জামে মসজিদ নামে পরিচিত।
অনেকে যাত্রা পথে গাড়ি থামিয়ে এই মসজিদে নামাজ আদায় করেন। এমনকি মসজিদটির ছবি তুলতেও ভুল করেন না অনেকে। ১২ই জুন ২০১৫ খ্রিস্টাব্দে এই মসজিদটিতে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় করা শুরু হয়। এই মসজিদটিতে পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজেরও সুব্যবস্থা রয়েছে।
প্রায় ৩০ শতক জায়গার উপরে নির্মিত এই মসজিদটিতে একসাথে প্রায় ১৫০০ থেকে ২০০০ মানুষ নামাজ আদায় করতে পারে। বড় দুটি মিনার এবং ছাদের উপর চারটি ছোট মিনার ও মসজিদের সম্মুখভাগে দুইটি মিনারসহ এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি।
অনেক দূর দূরান্ত থেকেই মুসল্লিরা আসেন এই মসজিদে নামাজ আদায় করতে। মসজিদটির সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মসজিদটির ঠিক পিছন দিয়ে পদ্মা সেতু রেল প্রকল্পের রেল লাইন। যা মসজিদটির সুন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।