বেডরুমে সিসি ক্যামেরা লাগাতে হবে : ভাবনা
আশনা হাবিব ভাবনা। নৃত্যশিল্পী ও অভিনেত্রী। বিভিন্ন নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ ছাড়া আসছে একুশে বইমেলায় ভাবনার লেখা প্রথম উপন্যাস ‘গুলনেহার’ প্রকাশিত হবে। সম্প্রতি নিজের ব্যক্তিগত ও অন্যান্য অনেক বিষয়ে আবোলতাবোল কিছু প্রশ্নের আবোলতাবোল জবাব দিয়েছেন ভাবনা।
আবোলতাবোল : কেমন আছেন?
আশনা হাবিব ভাবনা : খুব ভালো আছি। কারণ, সম্প্রতি আমার ফেসবুক ফলোয়ার ১০ হাজার বেড়েছে।
আবোলতাবোল : এত দ্রুত কীভাবে আপনার ফলোয়ার বেড়েছে?
আশনা হাবিব ভাবনা : সম্প্রতি গণমাধ্যমে আমার ফ্যাশন নিয়ে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এর পর থেকে ফলোয়ার বেড়েই চলেছে।
আবোলতাবোল : আপনি নাকি সব সময় বিদেশি ব্র্যান্ডের পোশাক পরেন। তাহলে শুটিংয়ের কস্টিউমগুলোও কি বিদেশি ব্র্যান্ডের?
আশনা হাবিব ভাবনা : কস্টিউমগুলো যদি দেশি হয়, সেটা কি আপনি বিশ্বাস করবেন? (হাসি)
আবোলতাবোল : আপনি তো অভিনেত্রী। হঠাৎ বই প্রকাশ করতে যাচ্ছেন। অন্য কেউ লিখে দেয়নি তো?
আশনা হাবিব ভাবনা : এটা জানতে হলে আপনাকে আমার বেডরুমে সিসি ক্যামেরা লাগাতে হবে। তাহলে উত্তর পেয়ে যাবেন আমি লিখি, নাকি অন্য কেউ লিখে দেয়।
আবোলতাবোল : সামনে তো বিশ্ব ভালোবাসা দিবস। সেদিন বয়ফ্রেন্ডের সঙ্গে কী পোশাক পরে ঘুরবেন। ঠিক করেছেন কি?
আশনা হাবিব ভাবনা : সাদা রঙের একটা জামদানি কিনেছি। আপনি আবার ভাববেন না, এটা বাইরের কোনো ডিজাইনারের বানানো শাড়ি। আর আমার এক বন্ধু বাটা ব্র্যান্ডের এক জোড়া হাইহিল আমাকে উপহার দিয়েছে। সেই হাইহিল ভ্যালেনটাইন ডে-তে পরব। ও, আর একটা কথা, বাটা কিন্তু আমাদের দেশি ব্র্যান্ড না।
আবোলতাবোল : সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
আশনা হাবিব ভাবনা : আপনাকেও।