রম্য
‘জামাই না হয়ে তুমি আমার ভাই হলে না কেন?’
‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুন যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে?’ নাটকগুলোতে অভিনয় করে আলোচিত হয়েছেন সাজু খাদেম ও ভাবনা। নাটকে তাঁরা বুবুন ও নীতু চরিত্রে অভিনয় করেছেন। ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে আজ রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বুবুনের সংসার’। নীতুর হয়ে আবোলতাবোল কিছু প্রশ্নের আবোলতাবোল জবাব দিয়েছেন আজ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
আবোলতাবোল : বুবুনকে বিয়ে করে নীতু কি খুশি?
আশনা হাবিব ভাবনা : বুবুনকে বিয়ে করে কোনো মেয়ে খুশি থাকতে পারবে না। (হাসি)।
আবোলতাবোল : ‘বুবুনের সংসার’-এ যা দেখানো হবে …
আশনা হাবিব ভাবনা : বুবুনের পানিতে অ্যালার্জি আছে। এটা সবার জানা। এবারও সুইমিং পুলে পড়ে যাবে বুবুন। কুকিকে (পোষা প্রাণী) দেখে ভয়ও পাবে।
আবোলতাবোল : ‘বুবুনের বাসর রাত’ দর্শক বেশি দেখেছেন। এর কারণ কী?
আশনা হাবিব ভাবনা : বাসর রাত নিয়ে সবার ইন্টারেস্ট বেশি, তাই!
আবোলতাবোল : নীতুর মধ্যে কী আছে, যা আপনার মধ্যে নেই….
আশনা হাবিব ভাবনা : নীতুর মধ্যে অসীম ধৈর্যশক্তি আছে, যা আমার মধ্যে নেই।
আবোলতাবোল : বুবুনের মতো ছেলে যদি বিয়ের প্রস্তাব দেয়…
আশনা হাবিব ভাবনা : কিছু না ভেবে হ্যাঁ বলে দেবো। কারণ, বুবুন অনেক সরল। আমি বস হতে পারব।
আবোলতাবোল : বুবুনকে বলা প্রিয় সংলাপ কোনটি?
আশনা হাবিব ভাবনা : ‘জামাই না হয়ে তুমি আমার ভাই হলে না কেন?’ জানেন, এই সংলাপটা কিন্তু ভাইরাল হয়েছিল।