রম্য
বানর নিয়ে নির্জন দ্বীপে যেতে চান পড়শি!
প্রশ্ন : পড়শির পড়শি কারা?
পড়শি : আমার পোষা প্রাণী।
প্রশ্ন : কখনো অদৃশ্য হয়ে গেলে কী করবেন?
পড়শি : কী করব না, সেটা বলেন। অদৃশ্য হয়ে প্রথমে ভূত হয়ে বন্ধুদের মাথায় আঘাত করব। কারণ, আমার প্রিয় বন্ধুরা আমাকে শুধু যন্ত্রণা দেয়। তাদের শাস্তি দেওয়ার জন্য ভূত হয়ে ভয় দেখানো খুব জরুরি।
প্রশ্ন : রেস্টুরেন্টে খাওয়া শেষ করে দেখলেন টাকা নেই। কী করবেন?
পড়শি : রেস্টুরেন্টের বয়কে বলব, ‘আরে, আমাকে আপনি চিনলেন না! আমি তো আপনার মালিকের খুব কাছের আত্মীয়। ছোটবেলায় তিনিই আমাকে কোলে-পিঠে করে মানুষ করেছেন। আর আপনার এত সাহস! আপনি আমার কাছে টাকা চান? আপনার চাকরি তো এখনই চলে যাবে।’
প্রশ্ন : পরী হলে...
পড়শি : অনেক সুখী হতাম। দুই পাখা দিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াতাম।
প্রশ্ন : সিনেমায় আইটেম গানের সঙ্গে নাচার প্রস্তাব পেলে কী করবেন?
পড়শি : প্রস্তাব পাওয়ার পরপরই জ্ঞান হারিয়ে ফেলব।
প্রশ্ন : নির্জন দ্বীপে তিন দিনের জন্য আপনাকে পাঠানো হবে। সঙ্গী হিসেবে কাকে নিতে চাইবেন?
পড়শি : বাসার ছাদে আমার পোষা এক বানর রয়েছে। ওকে আমি জ্যাক বলে ডাকি। জ্যাককে সঙ্গে নিয়ে যাব। দ্বীপে আমি বানর জ্যাককে নিয়ে লাফালাফি করব।
প্রশ্ন : এত সুন্দর গানের গলা পেয়েছেন কোথায়?
পড়শি : ছোটবেলায় আমার মামাতো বোন আমাদের বাসার গানের সুর সঙ্গে নিয়ে বেড়াতে এসেছিলেন। সেই সুর আমি সব খেয়ে ফেলেছি। এর পর থেকে সুর আমার গলা থেকে কিছুতেই নামছে না।