রম্য
বৃষ্টিতে সালমান খানের সঙ্গে ভিজতে চান ভাবনা
প্রশ্ন : ভাবনার ভাবনায় কী আছে?
উত্তর : শুধুই আমি। নিজে কীভাবে ভালো থাকব, সেটাই সারাক্ষণ ভাবি।
প্রশ্ন : আপনি এখনো সিঙ্গেল কেন?
উত্তর : যখন ভার্সিটিতে ক্লাস করতে যাই, কেউই আমার সঙ্গে টাংকি মারতে চায় না। এমনকি ঘুরতে যাওয়ারও প্রস্তাব পাই না। শুধু বলে, ‘চলো ভাবনা, আমরা একটা সেলফি তুলি।’ এবার বুঝলেন, আমার সিঙ্গেল থাকার মূল কারণ কী?
প্রশ্ন : গরমে শুটিংয়ের সময় কার কথা বেশি মনে পড়ে?
উত্তর : ফ্যানের কথা খুব বেশি মনে পড়ে।
প্রশ্ন : বৃষ্টি ভেজা গানের দৃশ্য কোন নায়কের সঙ্গে করতে চান?
উত্তর : অবশ্যই সালমান খান। বৃষ্টি ভেজা গানের দৃশ্যে আমার জন্য সালমান খানই পারফেক্ট। সালমান খান ছাড়া আর কাউকে ভাবতে পারছি না। বৃষ্টিতে সালমানের সঙ্গে ভিজতে পারলে দারুণ হতো।
প্রশ্ন : রোমান্টিক ডেট করার জন্য কোথায় এবং কার সঙ্গে যেতে চাইবেন?
উত্তর : মালদ্বীপে যেতে চাইব। কিন্তু যাঁর সঙ্গে যেতে চাইব, সে আমাকে নিয়ে যাবে না। এটা আমি নিশ্চিত।
প্রশ্ন : জাদু জানলে...
উত্তর : যাঁর সেটা দরকার, তাঁকে সেটাই কিনে দিতাম।
প্রশ্ন : পদ্মার চরে থাকলে কার কথা মনে মনে ভাবেন?
উত্তর : আরে, কারো কথা ভাবি না। তখন শুধু চিকেন ও রিচ ফুড খেতে মন চায়। পদ্মার চড়ে যা পাওয়া অসম্ভব।