রম্য
সময়ের সেরা তারকার সাক্ষাৎকার!
এখন আমের মৌসুম। আমেরও তাই দারুণ কদর। সময়ের অন্যতম সেরা তারকা বলা যায় আমকে! সেই তারকার সাক্ষাৎকার :
প্রশ্ন : কেমন আছেন, আম মশাই?
আম : আছি, আছি। এই থাকা আর কী!
প্রশ্ন : আপনার কথার মধ্যে কিঞ্চিৎ হতাশার সুর বাজছে দেখি!
আম : কিঞ্চিৎ নয়, পুরাই হতাশ!
প্রশ্ন : বলেন কী! কী হয়েছে বলুন তো?
আম : কী হয়নি সেটা বলুন! একে তো ভয়াবহ গরম, তার ওপর বিবেকহীন মানুষ!
প্রশ্ন : সে কী! মানুষ আবার কী করল আপনার সঙ্গে?
আম : করছে, করছে! কিছু একটা তো করছেই! না হয় এ কথা কেন বলব?
প্রশ্ন : আহা, সেটা তো বুঝলাম। কিন্তু কী করেছে? নাকি মানুষকে আম খাওয়া ছেড়ে দিতে বলছেন আপনি?
আম : বেআক্কেলের মতো কথা বইলেন না! আম খাওয়া ছাড়বে কেন! আম খাওয়া ছাড়লে আমাদের আর গুরুত্ব থাকবে নাকি! আম খাক, সমস্যা নাই। কিন্তু নিষ্ঠুর হবে কেন!
প্রশ্ন : আরে মশাই, আপনে তো দেখি ‘কথার প্যাঁচালি’! এত কথা পেঁচান কেন! যা বলার খুলে বলুন?
আম : খুলে বলব মানে! আপনি আমাকে কী খুলতে বলছেন?! লজ্জা-শরমের মাথা খেয়ে ফেললেন নাকি!
প্রশ্ন : ধুর মশাই! আমি কী বলি আর আপনে কী বোঝেন! আমি আপনাকে মানুষের নিষ্ঠুরতার বিষয়টি ব্যাখ্যা করতে বলেছি।
আম : ওহ! শোনেন, প্রচণ্ড গরমে এমনিতেই আমরা পেকেপুকে শেষ! কিন্তু তার পরও কতিপয় বিবেকহীন মানুষ জলদি পাকিয়ে ফেলতে এবং আমের রং সুন্দর করতে আমাদের ওপর ফরমালিনসহ বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করছে! কী নিষ্ঠুরতা!
প্রশ্ন : তা তো বটেই! ওরা তো আসলে মানুষের তালিকা থেকে নিজেদের নাম কেটে নিয়েছে, ওদের কথা বাদ দেন। আপনার দিনকাল কেমন যাচ্ছে?
আম : এতক্ষণ কী বয়ান করলাম! মজা নেন নাকি?! যান মিয়া, ফাজলামি কইরেন না! একটু হাওয়া খাইতে দেন।
(আম মশাই রেগে যাওয়ায় সাক্ষাৎকার এখানেই সমাপ্ত)