Beta

রম্য

দীপিকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতে চাই : ইমন

১৪ জুলাই ২০১৬, ১৭:৩৪ | আপডেট: ১৪ জুলাই ২০১৬, ১৭:৩৯

প্রশ্ন : ই-মন, আপনার নামের অর্থ কি ইলেকট্রনিক মন? এমন নাম রাখা হলো কেন? 

উত্তর : এখন তো ডিজিটাল যুগ, ইলেকট্রনিকের যুগ। এমন যুগ যে আসবে সেটা আগেই টের পেয়েছিলেন আমার অভিভাবকরা। 

প্রশ্ন : নায়িকাকে কোলে নিয়ে নাচার সময় বুঝতে পারলেন নায়িকার ওজন বেশি, তখন কী করবেন?

উত্তর : নায়িকাকে কোলে নিয়ে নাচার মুহূর্ত কি মিস করা যায়! নায়িকাকে কোলে তুলে নাচার জন্য সঙ্গে সঙ্গে ১০ বার বুক ডন দিয়ে নেব। তারপরও নাচবই। 

প্রশ্ন : বলিউড অভিনেত্রী দীপিকার সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে প্রথমে কী দৃশ্যের শুটিং করতে আগ্রহী হবেন?

উত্তর : দীপিকার প্রতি ক্রাশ আমার অনেক আগে থেকেই। তাই অভিনয়ের সুযোগ পেলে পরিচালককে অনুরোধ করব অন্তরঙ্গ দৃশ্যগুলোর শুটিং আগে করে নেওয়ার জন্য। 

প্রশ্ন : একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার চেহারা নায়কের মতো নেই। খলনায়কের মতো হয়ে গেছে। তখন কী করবেন?

উত্তর : যত দ্রুত সম্ভব পরিচালকদের ফোন করে বলব, শোনেন, আমি আপনাদের যতগুলো ছবিতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি আমি সেই সব ছবিগুলোতে হিরো নয় ভিলেন চরিত্রে কাজ করতে চাই। আর শুটিংয়ে গিয়ে বলব আমি মেকআপ নিয়েই এসেছি। যাতে কেউ বুঝতে না পারেন আমি আর নায়ক নেই। 

প্রশ্ন : নিজের স্ত্রী যখন আপনায় ছবির নায়িকা...

উত্তর : আমি আর অভিনয় করতে পারব না। স্ত্রীর দিকে তাকিয়ে হাসতেই থাকব। 

প্রশ্ন : রেস্টুরেন্টে খাওয়া শেষ করে দেখলেন টাকা নেই। কী করবেন?

উত্তর : রেস্টুরেন্টের মালিককে বলব পরে এসে টাকা দিয়ে যাব। নায়ক বলে হয়তো আমাকে ছাড় দেওয়া হতে পারে। কিন্তু আমি আর টাকা দিতে আসব না। 

প্রশ্ন : আপনাকে বনবাসে পাঠানো হলে...

উত্তর : যাইতে রাজি আছি। যদি আমাকে একজন সঙ্গী আর মোবাইল ফোন দেওয়া হয়। 

Advertisement