বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক ফাতেমা বেগমের যোগদান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/31/bangladeh-finance.jpg)
বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক ফাতেমা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবি : বাংলাদেশ ফাইন্যান্স
দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দিলেন ফাতেমা বেগম। পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি তাঁর নিয়োগ অনুমোদন করে। বাংলাদেশ ফাইন্যান্সের অডিট কমিটির সদস্য হিসেবেও কাজ করবেন তিনি।
আজ সোমবার (৩১ জুলাই) বিকেলে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আগে সুদীর্ঘ ৩১ বছরের গৌরবাজ্জ্বল ক্যারিয়ারে ফাতেমা বেগম বাংলাদেশ পুলিশে শীর্ষপদে কর্মরত ছিলেন। অবসরের আগে তিনি পুলিশের অতিরিক্তি আইজি পদে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ পুলিশের প্রথম নারী কর্মকর্তা হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে সরকারী কর্ম কমিশনের মাধ্যমে ১৯৮৪ সালে পুলিশে যোগ দেন।