২১ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করেছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন প্রকাশ করা কোম্পানিগুলো হলো—কহিনূর কেমিক্যাল, এসিআই, রংপুর ফাউন্ড্রি, বিকন ফার্মা, সিনোবাংলা, এস আলম কোল্ড রোল্ড স্টীল, একমি ল্যাব, প্রিমিয়ার সিমেন্ট, দুলামিয়া কর্টন, ফাইন ফুড, প্রান, বিডি কম, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এসিআই ফর্মুলেশন, বিডি থাই, সিভিও পেট্রোকেমিক্যাল, ন্যাশনাল পলিমার, সিমটেক্স, লুব-রেফ (বাংলাদেশ), মতিন স্পিপিং এবং এপেক্স ফুটওয়্যার।
এদের মধ্যে কহিনূর কেমিক্যালের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ২৬ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১১ টাকা তিন পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ৬২ টাকা তিন পয়সা; এসিআইয়ের সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে দুই টাকা সাত পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ৩৪ টাকা ২৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১১ টাকা ৯ পয়সা; রংপুর ফাউন্ড্রিয়ের শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ১৬ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ৭০ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ৩৩ টাকা ১১ পয়সা; বিকন ফার্মার শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৬০ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ৬৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ২৭ টাকা ৩২ পয়সা; সিনোবাংলার শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ নেগেটিভ ৯১ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ২৮ টাকা ৩৪ পয়সা; এস আলম কোল্ড রোল্ড স্টীলের শেয়ার প্রতি আয় হয়েছে তিন পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ নেগেটিভ ৫১ টাকা ১২ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ১৮ টাকা ৫৮ পয়সা; একমি ল্যাবের শেয়ার প্রতি আয় হয়েছে তিন টাকা ১১ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ দুই টাকা ৯৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ১১৩ টাকা ২০ পয়সা।
প্রিমিয়ার সিমেন্টের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা। সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ দুই টাকা ৯০ পয়সা। সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য ৫৯ টাকা ৮৭ পয়সা; দুলামিয়া কর্টনের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ নেগেটিভ ১৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য নেগেটিভ ৩৯ টাকা ৪৬ পয়সা; ফাইন ফুডের শেয়ার প্রতি আয় হয়েছে দুই পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ নেগেটিভ ৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ১০ টাকা ৫৭ পয়সা; প্রানের শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৭১ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ৯ টাকা ৯৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ৯০ টাকা ৪৬ পয়সা; বিডি কমের শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ১৭ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ১৬ টাকা ৪১ পয়সা; রিফুয়েলিং স্টেশনের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা। সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ ৫২ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ১২ টাকা ৪৬ পয়সা; এসিআই ফর্মুলেশনের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৬৪ পয়সা। সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ ৩ টাকা ৮৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ৬৬ টাকা ২১ পয়সা; বিডি থাইয়ের শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ৮১ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ১৪ টাকা ২৯ পয়সা; সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ১০ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ তিন টাকা ৫৭ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ৯ টাকা ৩৭ পয়সা; ন্যাশনাল পলিমারের শেয়ার প্রতি আয় হয়েছে ৬০ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ এক টাকা ৭৪ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ৩০ টাকা ৩২ পয়সা; সিমটেক্সের শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ৭৪ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ২২ টাকা ৬২ পয়সা; লুব-রেফের শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ১৪ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ৩৮ টাকা ৪৯ পয়সা; মতিন স্পিপিংয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে এক টাকা এক পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ নেগেটিভ তিন টাকা ৮৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ৫৯ টাকা তিন পয়সা এবং এপেক্স ফুটওয়্যারের শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৭২ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ৫৩ টাকা ৪৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য ২৪১ টাকা ৩৬ পয়সা।