ডিএসইতে লেনদেনসহ বেড়েছে সূচকও
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/08/dse.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৮ জানুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজার মূলধন পরিমাণও বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে ২ দশমিক ৭০ গুণ বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকা। অপরদিক এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮২ হাজার ৫৫৩ কোটি ৬৮ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৯ দশমিক ৫১ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাত দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০২ দশমিক ২২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৭ দশমিক শূন্য ১ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৯টির ও কমেছে ৪৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৬৯টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাইয়ের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকোর ১৬ কোটি ৮২ লাখ টাকা, সী পার্ল বিচের ১৪ কোটি ২৬ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৩ কোটি ৪৭ লাখ টাকা, রুপালী ১১ কোটি ৮৩ লাখ টাকা, মিডল্যাল্ড ব্যাংকের ১০ কোটি ৪৯ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৯ কোটি ৬ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৯ কোটি ৬২ লাক টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৩৮ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৬ হাজার ৭৩ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৭ হাজার ১৭৪ কোটি ২২ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৮ দশমিক ১৪ পয়েন্টে। সিএসই৫০ সূচক তিন দশমিক শূন্য ৯ পয়েন্ট, সিএসই৩০ সূচক ৫৩ দশমিক ৯৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩৬ দশমিক শূন্য চার পয়েন্টে এবং সিএসআই সূচক তিন দশমিক শূন্য আট পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৯টির, কমেছে ২০টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৭২টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের দুই ৬৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা, গ্রামীণফোনের ৮২ লাখ টাকা, সী পার্ল বিচের ৪৯ লাখ টাকা, বিডি থাইয়ের ৪৬ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৩৭ লাখ টাকা, ইন্ট্রাকোর ৩৪ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ২৫ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৫ লাখ টাকা এবং লাফার্জহোলসিমের ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।