পর্ষদ সভার দিন ঘোষণা করল ৩০ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। পর্ষদ সভায় কোম্পানিগুলো তাদের চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একইসঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশে প্রকাশ করবে।
পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো—স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, ডমিনেজ স্টিল, ইমাম বার্টন, এসএস স্টিল, সাফকো স্পিনিং, গ্লোডেন সন, স্টাইল ক্রাফট, জুট স্পিনার্স, জেনারেশন নেক্সট, ফার ইস্ট নিটিং, প্যাসিফিক ডেনিমস, ভিএফএস থ্রেড, কে এন্ড কিউ, দুলামিয়া কটন, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, আরডি ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল, এনার্জিপ্যাক পাওয়ার, বিডি থাই ফুড, ফার্মা এইডস, ফরচুন সুজ, নাভানা সিএনজি, গোল্ডেন হারভেস্ট, জিকিউ বলপেন, ইফাদ অটোস, বিকন ফার্মা, ইস্টার্ন ক্যাবলস, আমান কটন এবং সেন্ট্রাল ফার্মা ।
এদের মধ্যে স্কয়ার ফার্মার পর্ষদ সভা আগামী ৩১ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্কয়ার টেক্সটাইলের ৩১ জানুয়ারি বিকেল ৪টায়, ডমিনেজ স্টিলের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, ইমাম বার্টনের ২৯ জানুয়ারি বিকেল ৪টায়. এসএস স্টিলের ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়, সাফকো স্পিনিংয়ের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায়, গ্লোডেন সনের ৩১ জানুয়ারি বিকেল ৪টায়, স্টাইল ক্রাফটের ৩১ জানুয়ারি দুপুর ২টা ৪৫মিনিটে, জুট স্পিনার্সের ২৯ জানুয়ারি বিকেল ৪টায়, জেনারেশন নেক্সটের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, ফারইস্ট নিটিংয়ের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, প্যাসিফিক ডেনিমসের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, ভিএফএস থ্রেডের ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায়, কে এন্ড কিউয়ের ৩০ জানুয়ারি বিকেল ২টা ৩০মিনিটে, দুলামিয়া কটনের ৩১ জানুয়ারি বিকেল ২টা ৩০মিনিটে পর্যদ সভা শুরু হবে।
মোজাফফর হোসেন স্পিনিংয়ের পর্যদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকেল ৪টায়। আরডি ফুডের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, এনার্জিপ্যাক পাওয়ারের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায়, বিডি থাই ফুডের ২৯ জানুয়ারি বিকেল ৩টায়, ফার্মা এইডসের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, ফরচুন সুজের ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায়, নাভানা সিএনজির ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, গোল্ডেন হারভেস্টের ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায়, জিকিউ বলপেনের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, ইফাদ অটোসের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, বিকন ফার্মার ২৮ জানুয়ারি বিকেল ৪টায়, ইস্টার্ন ক্যাবলসের ২৯ জানুয়ারি বিকেল আড়াইটায়, আমান কটনের ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় এবং সেন্ট্রাল ফার্মার ৩১ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় পর্যদ সভা শুরু হবে।