আরএকে সিরামিকসের নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস ২০২৩ সমাপ্ত বছরে (জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি এক টাকা বা ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৩ সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ৪৪ পয়সা। আগের ২০২২ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা ছিল এক টাকা ৫৭ পয়সা। সদ্য সমাপ্ত বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের বছরের এনওসিএফপিএস ছিল এক টাকা ৪৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১৭ টাকা ৮৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৯ মার্চ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি।