পর্ষদ সভার তারিখ জানাল ১০ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আজ বুধবার (৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। পর্ষদ সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একইসঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশে প্রকাশ করবে।
পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো— আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
এদের মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা আগামী ১৪ মে দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকা ব্যাংকের ১৪ মে বিকেল ৩টায়, এনসিসি ব্যাংকের ১৪ মে বিকেল ৩টায়, উত্তরা ব্যাংকের ১৩ মে বিকেল ৩টায়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ১১ মে বিকেল ৩টায়, সিকদার ইন্স্যুরেন্সের ১৪ মে বিকেল ৩টায়, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৪ মে দুপুর ২টা ৩০ মিনিটে, প্রভাতি ইন্স্যুরেন্সের ১২ মে বিকেল সাড়ে ৩টায়, ইসলামী ইন্স্যুরেন্সর ১৩ মে বিকেল ৩টায় এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২৩ মে বিকেল ৩টায় পর্যদ সভা শুরু হবে।