লাভ করলেই কোম্পানির পরিচালকদের গুনতে হবে কর
নানান অজুহাতে দাম বাড়িয়ে হাতে থাকা শেয়ার বিক্রি করে অধিক মুনাফা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকরা। এতে পরিচালকরা ব্যাপক লাভবান হলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। তাই কাঙ্খিত রাজস্ব আহরণের লক্ষ্যে আসন্ন অর্থবছরে (২০২৪-২০২৫) কোম্পানির পরিচালকদের শেয়ার বিক্রি করার বিষয়টি বিশেষ নজর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর সূত্রে জানা গেছে, আসন্ন অর্থবছরে (২০২৪-২০২৫) পরিচালকদের শেয়ার বিক্রিতে লাভ হলে, সেই লাভের ভাগিদার হবে রাজস্ব বোর্ড। আগামীতে পরিচালকরা শেয়ার বিক্রি করে এক টাকা লাভ করলেও তাতে গুনতে হবে রাজস্ব। আসন্ন অর্থবছরের বাজেটে এমনই প্রস্তাব রাখছে এনবিআর। অপরদিকে সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষায় কথায় চিন্তা করে ৫০ লাখ টাকার নিচে লাভেও গুনতে হবে না রাজস্ব। এর মানে আগামীতে গেইনট্যাক্স মুক্তসীমা ৫০ লাখ টাকা করার প্রস্তাব রাখছে সরকারি এ সংস্থাটি।
এনবিআরের এক কর্মকর্তা বলেন, প্লেসমেন্ট শেয়ার, স্পন্সর শেয়ার ও পরিচালক শেয়ার—এই তিন ধরনের শেয়ার থেকে যে লাভ হবে, তার থেকে কর আহরণ করা হবে। প্রতিটি কোম্পানির পরিচালকের হাতে লাখ লাখ শেয়ার থাকে। এমনকি অনেকে কোটি শেয়ারও ধারণ করে। এই শেয়ার বিক্রি করে যেহেতু প্রচুর লাভ হয়, সেজন্য এই লাভ থেকে আগামীতে কর আহরণ করা হবে। এবার ১৫ শতাংশ কর দিলে কালো টাকা সাদা হয়ে যাবে। করদাতা চাইলে পুঁজিবাজারে বিনিয়োগ করেও এই সুবিধা নিতে পারেন। এছাড়া এবারে সাধারণ বিনিয়োগকারীদের উন্নয়নে রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা।