দেড় ঘণ্টায় লেনদেন ২৭৬ কোটি টাকা, উত্থানে সূচক
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শুরুর প্রথম দেড় ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিটে লেনদেন হয়েছে ২৭৬ কোটি টাকার শেয়ার। তবে এই সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম এক ঘণ্টা আট মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৩০ পয়েন্ট। ওই সময় ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৮৩৩ পয়েন্টে। পরে সেই সূচকের উত্থান অবস্থান ধরে রাখতে পারেনি। লেনদেনের শুরুর প্রথম দেড় ঘণ্টার সেই সূচক ডিএসইএক্সের উত্থানে গতি কমে আসে। এ সময় লেনদেন হয়েছে ২৭৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।
আলোচিত সময় ডিএসইএক্স ৯ দশমিক ১৩ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮১২ দশমিক ৮৪ পয়েন্টে। ডিএসইএস সূচক চার দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪১ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। ডিএস৩০ সূচক চার দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৮ দশমিক ৯৭ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারদর।
ওই সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে ১৫ কোটি তিন লাখ টাকা। এ ছাড়া জিপিএইচ ইস্পাতের ১৩ কোটি ২৬ লাখ টাকা, গ্রামীণফোনের ১২ কোটি ছয় কোটি টাকা, ইবনে সিনার আট কোটি ২৪ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্টের সাত কোটি ৫৭ লাখ টাকা, সোনালী পেপারের ছয় কোটি ৯৭ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ছয় কোটি ৫৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ছয় কোটি ৪৯ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের পাঁচ কোটি ৬৩ লাখ টাকা এবং রেনেটার চার কোটি ৯৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।