লেনদেন ১১৭ কোটি টাকা, পতনে সূচক
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (২৮ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ১০ মিনিটে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। এতে লেনদেন শুরুর প্রথম ২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ১৪ পয়েন্ট। পরে বিক্রির চাপ বাড়ায় সেখানে থেকে প্রধান সূচক পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম ২৭ মিনিটে ডিএসইএক্স পতন হয়েছিল ৬৩ পয়েন্ট। তখন সূচকটি অবস্থান করেছিল চার হাজার ৯০২ পয়েন্টে। বেলা বাড়ায় সেই সূচকের পতন গতি কমে আসে। লেনদেনের শুরুর প্রথম ৭০ মিনিটে ডিএসইএক্স ২৯ দশমিক ১৮ পয়েন্ট পতন হয়ে দাঁড়ায় চার হাজার ৯৩৬ দশমিক ২০ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮১৭ দশমিক ৬৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ১০ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭ দশমিক ৫২ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। লেনদেন করেছে সাত কোটি চার লাখ টাকা। এছাড়া টেকনো ড্রাগসের পাঁচ কোটি ২৪ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের চার কোটি ৭৬ লাখ টাকা, ইসলামী ব্যাংকের চার কোটি ৫৬ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের তিন কোটি ৫৯ লাখ টাকার খান ব্রাদার্সের তিন কোটি আট লাখ টাকা এবং গ্রামীণফোনের দুই কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।