ইস্টার্ন কেবলস দেবে লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলসের সর্বশেষ সমাপ্ত হিসাব ২০২৩-২০২৪ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ারহোল্ডারদের জন্য দুই শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সদ্য সমাপ্ত হিসাব অর্থবছরের (২০২৩-২০২৪) আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল রোববার (১০ নভেম্বর) কোম্পানিটির পর্ষদ সভায় এই অনুমোদন করেছে। আজ সোমবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সদ্য সমাপ্ত হিসাব অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫৯ পয়সা। আগের সমাপ্ত হিসাব ২০২২-২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪৯ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে পাঁচ টাকা ৬৬ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ এক টাকা ৪৬ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৪৪ টাকা ৬৩ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৩৪৪ টাকা ৩৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ৮ ফেব্রুয়ারি, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।