কমেছে সূচক, লেনদেনও মন্দা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/21/dse_going_down.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৭ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে দুই হাজার ৮৮৪ কোটি টাকা। লেনদেন এদিন সাড়ে ৩০০ কোটি টাকার ঘরে রয়েছে।
জানা যায়, গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি সাত লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ৭১৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৫ হাজার ৬০৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৯৭ দশমিক ৫৮ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৪৫ দশমিক ২৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১০ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫১ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯ দশমিক শূন্য চার পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৬টির ও কমেছে ২৬৩টির বা ৬৮ দশমিক ৬৭ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৪টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৬৪ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৯ কোটি ৭০ লাখ টাকা, আইসিবির ৯ কোটি ৫৬ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংকের ৯ কোটি ৩০ লাখ টাকা, ফাইন ফুডসের ৯ কোটি ২০ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের আট কোটি ৩৮ লাখ টাকা, সোনালি আঁশের সাত কোটি ২৭ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের সাত কোটি ২৭ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের সাত কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৭৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক ৯৬ শতাংশ।