প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান, চট্টগ্রামে বড় পতন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/23/dse-cse.jpg)
সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে ঢাকার পুঁজিবাজারে লেনদেন। প্রথম ঘণ্টায় বেড়েছে সবকটি সূচক। অন্যদিকে চট্টগ্রামের পুঁজিবাজার দিনের শুরুতেই বড় পতনের মুখে পড়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ২ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৯০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০২, কমেছে ৭২ এবং অপরিবর্তিত আছে ৭৬ কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সূচক কমেছে চট্টগ্রাম পুঁজিবাজারের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ৩২ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮, কমেছে ২৬ এবং অপরিবর্তিত আছে ৭ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৯ লাখ টাকা।