বেড়েছে সূচকসহ লেনদেনও

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচক উত্থানে আজ সোমবারের (১০ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্ট। এদিন লেনদেনসহ বাজারে মূলধনও বেড়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ৩২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৮ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে বেচার চাপ বাড়ে। পরবর্তীতে ফের শেয়ার কেনার চাপ বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১৬ দশমিক ৫০ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ১৯০ দশমিক ৯৪ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ দশমিক ১২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯০ দশমিক ২৮ পয়েন্টে।
গতকাল রোববার লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ছয় লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮০ হাজার ৪৭৫ কোটি ৯৯ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭৮ হাজার ৯৩৩ কোটি ৯২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৭টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ২০ কোটি ৭১ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি পাঁচ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৩ কোটি ৪৯ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ৯ কোটি ৪৩ লাখ টাকা, হাক্কানী পাল্পের আট কোটি ৬০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের সাত কোটি ৪২ লাখ টাকা, খান ব্রাদার্সের সাত কোটি ৩৬ লাখ টাকা, গ্রামীণফোনের ছয় কোটি ১৬ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার পাঁচ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৩৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপপারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।