অনন্য কীর্তি গড়লেন ভারতীয় স্পিনার
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ৩২টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনবার। ব্যাট হাতে একটি সেঞ্চুরিসহ ১৮৯ রান করেছেন তিনি। তাই ভারত-ইংল্যান্ড সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অশ্বিন।
সিরিজ সেরার পুরস্কার জেতার সঙ্গে টেস্ট ক্রিকেটে এলিট লিস্টে ওয়াসিম আকরাম ও শিবনারায়ন চন্দরপলকে টপকে যান অশ্বিন। শুধু তাই নয়, ইমরান খান, রিচার্ড হ্যাডলি ও শেন ওয়ার্নের মতো কিংবদন্তির কাতারে নিয়ে যান নিজের নাম।
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে মোট আটবার ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জিতলেন অশ্বিন। ওয়াসিম ও চন্দরপল নিজেদের টেস্ট ক্যারিয়ারে মোট সাতবার করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন।
আর আটবার করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ইমরান খান, রিচার্ড হ্যাডলি ও শেন ওয়ার্ন। টেস্টে সবচেয়ে বেশি ১১বার ম্যান অব দ্য সিরিজ হওয়ার রেকর্ডটি মুত্তিয়া মুরলিধরনের দখলে। দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাক কালিস। তিনি মোট ৯ বার ম্যান অব দ্য সিরিজ হয়েছেন। অশ্বিনরা রয়েছেন যৌথভাবে তৃতীয় স্থানে।
অশ্বিন ৩০টি টস্ট সিরিজ খেলে এমন কৃতিত্ব অর্জন করেছেন। মুরলিধরন ও কালিস খেলেছেন ৬১টি করে টেস্ট সিরিজ। ইমরান খান খেলেছেন ২৮টি সিরিজ। ইমরানের থেকে কম ম্যাচ খেলেই এমন রকর্ড গড়েন অশ্বিন। ভারতীয় তারকা খেলেছেন ৭৮টি টেস্ট। ইমরান খেলেছেন ৮৮টি টেস্ট।
টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যান অব দ্য সিরিজ হয়েছেন অশ্বিন। বীরেন্দর সেবাগ ও শচীন টেন্ডুলকার মোট পাঁচবার করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।