পাঁচ তারকাকে আর দেখা যাবে না অলিম্পিকে   

অলিম্পিকে অভাবনীয় পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বের কাছে নিজ দেশের পতাকা উঁচিয়ে ধরেছেন। বিপরীতে নিজেরাও পেয়েছেন অলিম্পিকের স্বর্ণ পদকের মর্যাদা। এমনই কয়েকজন তারকার কথা এখানে তুলে ধরা হলো যাদেরকে প্যারিস গেমসের পর আর কোন অলিম্পিকে দেখা যাবে না, কিন্তু নিজেদের প্রচেষ্টা দিয়েই যারা সকলের মনে গেঁথে থাকবে।অ্যান্ডি মারে (টেনিস তারকা):নাটকীয় ভাবে ফিরে এসে ব্রিটিশ টেনিস কিংবদন্তী অ্যান্ডি মারে নীরবে অবসরে...