হকি দলকে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে যাচ্ছে কোনো দল। যুব হকির বিশ্বকাপে মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে বসবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ দলের এমন সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে পুরস্কার।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনূর্ধ্ব-২১ হকি দলকে ২০ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...