অভিযোগ, পাল্টা-অভিযোগে সরগরম পিএসএল
পিএসএলে চুক্তিভঙ্গ নিয়ে নতুন বিতর্ক চলছে। তাই আসর চলাকালীন সরে দাঁড়ালেন অস্ট্রেলীয় তারকা পেসার জেমস ফকনার। পাল্টা জবাব দিয়ে পিসিবি জানিয়েছে, পিএসএলের পরের ড্রাফটে আর রাখা হবে না ফকনারকে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, ফকনার কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলছিলেন। ৬ ম্যাচে ছয় উইকেট নেন এবং ব্যাট হাতে ৪৯ রান করেন। তবে শেষ তিন ম্যাচে তাঁকে মাঠে দেখা যায়নি। ফকনারের অভিযোগ, তাঁর সঙ্গে চুক্তি নিয়ে পিসিবির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল, তা মানা হয়নি। উপরন্তু তাঁকে মিথ্যা কথা বলা হয়েছে।
জানা যায়, পিসিবির এক কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় উত্তেজিত হয়ে নিজের হেলমেট ও ব্যাট ছুড়ে ফেলেন ফকনার। পরে টুইট বার্তায় দুঃখপ্রকাশ করে পিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করেন ফকনার। তিনি বলেন, ‘পিসিবি চুক্তিভঙ্গ করেছে। সে কারণেই দুটি ম্যাচ থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম। আমি পুরো টুর্নামেন্ট খেলতেই এসেছিলাম, কিন্তু পিসিবি লাগাতার মিথ্যাচার করে গেছে।’
টুইটে তিনি আরো লেখেন, ‘তরুণ প্রতিভা ও ক্রিকেট-ভক্তদের কথা ভেবে আমি এখানে খেলতে এসেছিলাম, যাতে আন্তর্জাতিক ক্রিকেট অনেক বেশি হয় পাকিস্তানে। কিন্তু যে ব্যবহারের সাক্ষী হলাম তা দুঃক্ষজনক।’
পিসিবি কোয়েটা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে যৌথ বিবৃতিতে দাবি করেছে, ফকনারের ৭০ শতাংশ পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়েছে। ফকনার যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। বেতন সংক্রান্ত কোনো অভিযোগ পিএসএলের সাত বছরে কোনো ক্রিকেটার করেননি।
এদিকে পাকিস্তান ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশনের কর্মকর্তাদের সঙ্গে ফকনার দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।