অভিষেকে হ্যাটট্রিক করা লঙ্কান পেসার গ্রেপ্তার!
লকডাউনের মধ্যেই শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান মাদুশঙ্কা ড্রাগ রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার লঙ্কান পুলিশ তারকা পেসারকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে হেরোইন রাখার অভিযোগ রয়েছে।
সংবাদসংস্থা এএফপির খবরে জানা গেছে, দুই গ্রাম হেরোইন সহ মাদুশঙ্কাকে আটক করা হয়। শ্রীলঙ্কায় এখন কারফিউ চলছে। এমন পরিস্থিতিতে এক ব্যক্তিসহ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মাদুশঙ্কা। সে সময় পুলিশ গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেই থলের বিড়াল বেরিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় তাঁকে। আপাতত দুই সপ্তাহ পুলিশ কাস্টডিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ মার্চ থেকে কারফিউ লঙ্ঘন করায় ৬৫ হাজার মানুষকে গ্রেফপ্তার করা হয়। তাঁর মধ্যেই অন্যতম ওয়েন্নাপুয়ার এই ক্রিকেটার। আজ মঙ্গলবার শ্রীলঙ্কায় কারফিউ কিছুটা শিথিল করা হচ্ছে।
বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিত নাম শেহান মাদুশঙ্কা। ২০১৮ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। ত্রিদেশীয় সিরিজে অভিষেক ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করার নজির গড়েছিলেন তিনি। পরপর তিন বলে তাঁর শিকার ছিলেন বাংলাদেশের মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও মাহমুদউল্লাহ।
এর পর থেকে আর ওয়ানডে ম্যাচ খেলেননি মাদুশঙ্কা। তবে জাতীয় দলের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সেই বছরেই। নিদহাস ট্রফির আগে যদিও তিনি ছিটকে গিয়েছিলেন চোটের কারণে।