অলিম্পিক পিছিয়ে যাওয়ায় স্বাগত জানালেন ক্রীড়াবিদরা

Looks like you've blocked notifications!

বিশ্বব্যাপী করোনা-সংকটের জেরে এক বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক গেমস। আগামী জুলাইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। এই আসর পিছিয়ে যাওয়ায় বেশ খুশি ক্রীড়াবিদরা। জীবন সবার আগে, অলিম্পিকে অংশ নেওয়ার তুলনায় বাঁচাটা বেশি জরুরি বলে মনে করেন অনেক ক্রীড়াবিদ।

লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার মেরি কম ভরতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অবস্থা অত্যন্ত খারাপ। জীবন সবার আগে। খেলোয়াড়দের স্বাস্থ্য সবার আগে। অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত সবার জন্যই ভালো। এখন আমি প্রস্তুতির জন্য আরো বেশি সময় পাব। এটা আমার জন্য শুধু নয়, বিশ্বের সব অ্যাথলেটদের জন্যই ভালো।’

অলিম্পিক ব্যাডমিন্টনে ব্রোঞ্জজয়ী ভারতের সাইনা নেহওয়ালও একমত মেরি কমের সঙ্গে, ‘অলিম্পিক পিছিয়ে যাওয়ায় আমি খুবই খুশি। কোয়ালিফাইং রাউন্ডগুলো এখনো শেষ হয়নি। অলিম্পিক পিছিয়ে যাওয়ার ভালো দিক হলো, এখন আমরা আর কেউই নিজেদের প্রস্তুতি নিয়ে চিন্তা করব না। আগে নিজেদের নিরাপদ এবং সুস্থ থাকাটা নিশ্চিত করতে হবে। তারপর প্রস্তুতির কথা ভাবা যাবে।’

সারা বিশ্বে এ পর্যন্ত পাঁচ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত। মৃতের তালিকা ২১ হাজারের বেশি। করোনার ধাক্কায় বিশ্বের সব ক্রীড়া টুর্নামেন্ট হয় পিছিয়ে দেওয়া হয়েছে বা বাতিল করা হয়েছে।