অস্ট্রেলিয়ার ওয়ানডে নেতৃত্ব নিতে আগ্রহী নন কেউ!
ওয়ানডে ক্রিকেট থেকে এক মাস হলো অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন তিনি। সাবেক অধিনায়কের অবসরে বিপাকে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পরবর্তী দলপতি হিসেবে যাকেই ভাবা হচ্ছে, না করে দিচ্ছেন তিনিই! না বলাদের দলে সর্বশেষ যুক্ত হলেন অজি ব্যাটসম্যান মিচেল মার্শ।
ইএসপিএনক্রিকইনফোর সূত্র মতে, অধিনায়কত্বে অনাগ্রহের কথা অসি বোর্ডকে জানিয়ে দিয়েছেন মার্শ। জাতীয় দলের নেতৃত্ব তার হাতে তুলে দিলে কী করবেন, সেই প্রসঙ্গে মার্শ বলেন, ‘সত্যিটা হলো, অধিনায়ত্ব আমার জন্য নয়। অন্তত বিশ্বকাপের আগে আমি এই ব্যাপারে আগ্রহী নই। বিশ্বকাপে নিজেকে ফিট দেখতে চাই। যদি বোর্ড চায়, বিশ্বকাপের পর সিদ্ধান্ত নেব।’
এর আগে স্টিভেন স্মিথ ও পেসার প্যাট কামিন্স না করে দেন বোর্ডকে। স্মিথ তো একপ্রকার অবসরেরর ইঙ্গিত দিয়ে দিলেন। বলেছেন, ‘আমার বয়স হচ্ছে। হয়তো অবসরের তালিকায় পরের নামটা আমারও হতে পারে। দায়িত্ব নিতে পারব কি না জানি না।’
টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ওয়ানডের দায়িত্ব নিতে অনাগ্রহের কারণ হিসেবে জানালেন, ‘আমি একজন পেসার। একজন পেসারের বিশ্রামের প্রয়োজন আছে। একাধিক সংস্করণে নেতৃত্ব দেওয়া মানে বেশি ম্যাচ খেলার বাড়তি চাপ। এটি বাস্তবসম্মত চিন্তা নয়।’
এতজন অনাগ্রহ প্রকাশ করলেও অসিদের ওয়ানডে অধিনায়ক হতে মুখিয়ে আছেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে, চার বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল টেম্পারিং কাণ্ডে যুক্ত থাকায় শুধু জাতীয় দল নয়, অস্ট্রেলিয়ার কোনো পর্যায়ের ক্রিকেটেই কখনও অধিনায়ক হতে পারবেন না তিনি। যদিও ওয়ার্নার যুক্তি দিলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। বোর্ড ডাকলে বসে কথা বলতে রাজি আমি।’
অসিদের নতুন দলপতি কে হবেন, তা নিয়ে বেশ ভালোই নাটক চলছে। যাদের দায়িত্ব দিতে চায় বোর্ড, তারা নিতে চান না। যার উপর দায়িত্ব নিতে বাঁধা, তিনি আবার এক পায়ে খাঁড়া!