অস্ট্রেলীয় ক্রিকেটারকে মৃত্যুর হুমকি, ঝুঁকি দেখেছে না পাক বোর্ড
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দীর্ঘ দুই যুগ পর পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানে পৌঁছার পর অসি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় তিনি সন্তুষ্ট। দেশটিতে গিয়ে তিনি নিরাপদ বোধ করছেন।
অবশ্য সফর শুরুর আগেই পাকিস্তানে থাকা অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাস্টন অ্যাগারকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত করেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড গতকাল সোমবারের এক প্রতিবেদনে লিখেছে, পাকিস্তান সফর নিয়ে সতর্ক করে অ্যাগারকে মৃত্যুর হুমকি দিয়ে তাঁর সঙ্গীর ইনস্টাগ্রামে বার্তা পাঠানো হয়।
বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও পিসিবি বিবৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডকে তারা ঝুঁকি হিসেবে দেখেছে না। পাকিস্তানে অসি ক্রিকেটাররা ব্যাপক নিরাপত্তায় রয়েছে।
২৪ বছর পর তিন টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গত রোববার পাকিস্তানে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। ১৯৯৮ সালের পর দেশটিতে পূর্ণাঙ্গ সফরে যায় তারা।
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। অনেক বাধা পেরিয়ে গত কয়েক বছর সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পেরেছে পিসিবি। এর আগে পাকিস্তানে গিয়ে খেলেছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।