বাংলাদেশ গেমস

অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন সেনাবাহিনীর ফরিদ, শুটিংয়ে আমিরা

Looks like you've blocked notifications!
অ্যাথলেটিকসে সোনা জিতলেন সেনাবাহিনীর ফরিদ। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে অ্যাথলেটিকস ডিসিপ্লিনে প্রথম স্বর্ণপদক জিতেছেন সেনাবাহিনীর ফরিদ মিয়া। শুটিংয়ে সোনা জিতেছেন গুলশান শুটিং ক্লাবের আমিরা হামিদ। অন্যদিকে ১০ মিটার এয়ার রাইফেলে ব্যর্থ হয়েছেন দেশের তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকি।

গতকাল শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে হওয়া পুরুষ ম্যারাথনের তিনটি পদকই জিতেছেন সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যে দুই ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড নিয়ে সেরা হয়েছেন ফরিদ মিয়া। দ্বিতীয় পদক রুপা জিতেছেন ফিরোজ খান। তাঁর সময় লেগেছে দুই ঘণ্টা ৪৬ মিনিট ৪০ সেকেন্ড। আর ব্রোঞ্জ জেতা কামরুল ইসলামের লেগেছে দুই ঘণ্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ড।

সোনার পদক জেতা ফরিদ জানালেন, এই সাফল্যের পেছনের গল্প। তিনি বলেন, ‘এ নিয়ে চতুর্থবারের মতো ম্যারাথনে সোনা জিতলাম। আমি অনেক খুশি। এজন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, প্রচুর ঘাম ঝরাতে হয়েছে। আসলে পরিশ্রমের ফল পেয়েছি। আগামী দিনেও ভালো করতে চাই।’

আরেক দিকে পুরুষ হ্যামার থ্রোতে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মাহফুজ হাসান। রুপা জিতেছেন জুয়েল ইসলাম ও ব্রোঞ্জ জিতেছেন জুয়েল ইসলাম।

মেয়েদের হাই জাম্পে সেরা হয়েছেন সেনাবাহিনীর রিতু আকতার।  ১.৬৯ মিটার উচ্চতায় লাফিয়েছেন তিনি। ১.৬৯ মিটার লাফিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর উম্মে হাফসা রুমকিও। তবে ক্রসিংয়ের জন্য সেরা হয়েছেন রিতু।

অন্যদিকে গুলশানে ৫০ মিটার রাইফেল প্রোন মহিলা জুনিয়র বিভাগে ৫৭৬ স্কোর গড়ে সোনা জিতেন গুলশান শুটিং ক্লাবের আমিরা হামিদ। ১ পয়েন্ট কম নিয়ে রুপা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মুমতাহিনা। ৫৫৭ স্কোর নিয়ে  ব্রোঞ্জ জিতেছেন তৌফিকা সুলতানা রজনী।

১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের ইউসুফ আলি (২৫৪.৪)। রুপা জিতেছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রিয়াসাতুল ইসলাম। ব্রোঞ্জ জিতেছেন তারকা শুটার বাকী (২২২.৮)।