অ্যাশেজ সিরিজের অস্ট্রেলিয়া দল ঘোষণা
আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে আছেন নতুন মুখ পেসার মাইকেল নেসার। তবে সুযোগ হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য উইকেটরক্ষক ম্যাথু ওয়েড ও মিচেল মার্শের।
গত অক্টোবরে হঠাৎ করেই অবসর নেন পেসার জেমস প্যাটিনসন। তাঁর অবসরের পর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডের ওপরেই থাকবে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের দায়িত্ব। ব্যাক-আপ হিসাবে থাকছেন নেসার ও ঝাই রিচার্ডসন।
ক্রিকেট আস্ট্রেলিয়ার ওয়েবসাইটের খবরে জানা যায়, স্পিনার হিসেবে আছেন নাথান লিয়ন। ব্যাকআপ স্পিনার হিসেবে আছেন এখনো অভিষেক না হওয়া লেগস্পিনার মিচেল সুয়েপসন।
আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। অ্যাডিলেডে ১৬ ডিসেম্বর হবে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্ট দিবা-রাত্রির। পরের তিনটি টেস্ট শুরু হবে যথাক্রমে ২৬ ডিসেম্বর, ৫ জানুয়ারি ও ১৪ জানুয়ারি।
ইংল্যান্ডের মাঠে সর্বশেষ সিরিজটি ২-২ সমতায় শেষ হয়েছিল। তবে অ্যাশেজ দখলেই আছে অস্ট্রেলিয়ার। কারণ ২০১৭-১৮ মৌসুমে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল : টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, ঝেই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন ও ডেভিড ওয়ার্নার।