আইপিএলের জন্য বাংলাদেশ ছাড়ছেন ভিল্লাভারায়ন
অনেক দিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কান ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। ছয় বছর ধরে মাশরাফি-তামিমদের সঙ্গে কাজ করছেন তিনি। সম্প্রতি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। তাই বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার জন্য। কিন্তু ছুটি না পাওয়ায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
এরই মধ্যে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিল্লাভারায়ন। তিন বছরের চুক্তিতে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিচ্ছেন তিনি।
আগামী মার্চ-এপ্রিলে আইপিএল হচ্ছে। আবার এই সময়ে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সময় ছুটি চান ভিল্লাভারায়ন। বিসিবি তাতে রাজি না হাওয়ায় চাকরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
অবশ্য বিসিবির কোনো কোচিং স্টাফ কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অনুমতি নেই। তাই বাধ্য হয়েই বিসিবির চাকরি ছাড়তে হচ্ছে এই শ্রীলঙ্কানকে।
শ্রীলঙ্কান এই পেসার দেশটির প্রথম শ্রেণির লিগে খেলেছেন ১১৬টি। পেয়েছেন ৩৭৮ উইকেট। অবশ্য জাতীয় দলে কখনোই খেলেননি তিনি। তবে খেলা ছাড়ার পর থেকে ট্রেনার হিসেবে কাজ করছেন তিনি।
২০১৪ সালের এপ্রিলে বাংলাদেশ জাতীয় দলের ট্রেনার হিসেবে যোগ দেন ভিল্লাভারায়ন। পদত্যাগপত্র জমা দিলেও আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে থাকছেন তিনি।
এদিকে, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এক মাসের সফরে বাংলাদেশের বিপক্ষে সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। মূল সিরিজের আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
এরপর আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হবে একমাত্র টেস্ট। টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টেস্ট শেষে ওয়ানডে সিরিজের উদ্দেশ্যে চট্টগ্রামে যাবে দুদল। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় ফিরবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুর শেরেবাংলায় প্রথম টি-টোয়েন্টি হবে ৯ মার্চ। পরের ম্যাচ হবে ১১ মার্চ। সিরিজ শেষে আগামী ১২ মার্চ ঢাকা ছাড়বে জিম্বাবুয়ের ক্রিকেট দল।