আইপিএলে খেলতে চান না হরভজনও

Looks like you've blocked notifications!
আসন্ন আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হরভজন সিং। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর শুরুর আগেই আরো একটি ধাক্কা খেল। সুরেশ রায়নার পর সরে দাঁড়ালেন চেন্নাই সুপার কিংসের স্পিনার হরভজন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হরভজন। একই কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেন রায়নাও।

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে চেন্নাই যখন ভারত ছাড়ে, তখন দলের সঙ্গে ছিলেন না হরভজন। আগস্টের শেষ সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু দলের সঙ্গে যোগ না দিয়ে আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হরভজন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এরই মধ্যে চেন্নাই বিষয়টি নিশ্চিত করেছে। আসন্ন আসরে খেলবেন না হরভজন।

গেল সপ্তাহে দুবাইয়ে চেন্নাইয়ের খেলোয়াড়দের করোনা পরীক্ষা হয়। দলটির ১৩ খেলোয়াড় ও স্টাফের করোনা পজিটিভ আসে। এ খবর চাউর হওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান রায়না।