আইপিএল থেকে ছিটকে পড়লেন সূর্যকুমার

Looks like you've blocked notifications!
এবারের আইপিএলে আর খেলা হচ্ছে না সূর্যকুমার যাদবের। ছবি : সংগৃহীত

গত ৬ মে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে বাঁ হাতের পেশিতে আঘাত পান সূর্যকুমার যাদব। তাই চলমান আইপিএল থেকে ছিটকে পড়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁর জায়গায় এখনো কোনো বদলি খেলোয়াড় নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

টেবিলের তলানিতে থাকা মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটার সূর্যকুমার ৪৩.২৯ গড়ে আট ম্যাচে ৩০৩ রান করে দারুণ ফর্ম ছিলেন।

এই তারকা ব্যাটার এখন পর্যন্ত তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সূর্যকুমার যাদবের বাঁহাতের পেশিতে স্ট্রেন রয়েছে। তাই এই মৌসুমের জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে। বিসিসিআই মেডিকেল টিমের সঙ্গে পরামর্শ করে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।’

প্রথম আটটি ম্যাচে টানা আটটিতেই হারে মুম্বাই। অবশ্য শেষ দুটি ম্যাচে জিতলেও প্লে অফের রেস থেকে বাদ পড়ে।