আইসিসিতে ভারতের প্রতিনিধি সৌরভ

Looks like you've blocked notifications!

আইসিসির বোর্ডসভায় বিসিসিআইর প্রতিনিধি কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। প্রথমে বোর্ড সচিব জয় শাহের কথা ভাবা হয়েছিল। পরে সাবেক সভাপতি এন শ্রীনিবাসনের নামও আলোচনায় আসে। শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখে বোর্ড সভাপতিই আইসিসিতে ভারতের প্রতিনিধি নির্বাচিত হন।

তবে বিসিসিআই সচিব জয় শাহ আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটিতে ভারতের প্রতিনিধি হচ্ছেন।

আইসিসি বিবৃতিতে জানায়, ‘আইসিসির বোর্ডে সৌরভ গাঙ্গুলীকে স্বাগতম। আর সফলভাবে নারী বিশ্বকাপ আয়োজনের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ।’

আইসিসির এবারের সভায় অবশ্য ক্রিকেট নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করার কথা ছিল। তবে করোনার বিশ্বজুড়ে তাণ্ডব থামিয়ে দিয়েছে সব আলোচনা। ক্রিকেট বিশ্বকাপও সম্ভবত স্থগিত করে দেওয়া হতে পারে।

আগামী জুলাইতে আইসিসির নতুন চেয়ারম্যান বাছাইয়ের বিষয়েও সভায় আলোচনা হয়েছে। কারণ শশাঙ্ক মনোহর তৃতীয় মেয়াদে এই পদে থাকতে আগ্রহী নন।

করোনাভাইরাস যেভাবে ক্রিকেট দুনিয়ায় থাবা বসিয়েছে, তার কারণে আইসিসির প্রধান কার্যনির্বাহী মনু সাহানি বলেন, ‘বর্তমান মহামারির কারণে আইসিসি সদস্য দেশগুলোর পাশে থাকবে।’