আইসিসির নির্দেশনা মেনে সাকিবকে নিয়ে সিদ্ধান্ত
আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন সাকিব আল হাসান। আর, আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ। শোনা যাচ্ছে, ওই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। তবে সবার আগে আইসিসির সব নির্দেশনা খতিয়ে দেখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সব নিয়ম মেনে তবেই সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ২৪ অক্টোবর। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। সে হিসাবে প্রথম টেস্ট মিস করবেন সাকিব। তবে দ্বিতীয় ম্যাচে সবকিছু ঠিক থাকলে দেশসেরা অলরাউন্ডারকে ফেরানোর কথা ভাবছে বিসিবি।
এর মধ্যে সাকিবের অনুশীলনের বিষয়টিও ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ নিষেধাজ্ঞায় থাকাকালীন দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন না তিনি। এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘অবশ্যই সে (সাকিব) আমাদের অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে দলে থাকলে বাংলাদেশের শক্তি অনেক বেড়ে যায়। সুতরাং এটা তো আমাদের মাথায় আছে। সাকিবের ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আরো আলোচনার বিষয় আছে। মানে কী কী নিয়ম আছে, আইসিসি থেকে সেটা আমরা জেনে তার পরই এগোব। সে মুক্ত হবে ২৯ অক্টোবর।’
আকরাম আরো বলেন, ‘আমরা যতটুকু জানি, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারবে না। সুতরাং এটা আমাদের আলোচনা করতে হবে কোচের সঙ্গে। সাকিবের সঙ্গেও কথা বলতে হবে। বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করতে হবে। আলাপ হয়েছে কিছু, কিন্তু চূড়ান্ত কোনো জায়গায় পৌঁছাইনি। সাকিব নিষেধাজ্ঞা কাটানোর পর আইসিসির গাইডলাইনে কী আছে সেগুলো বিবেচনা করতে হবে। সাকিবের ফিটনেস লেভেল কোন পর্যায়ে, সেটা দেখতে হবে। কোচ, অধিনায়ক, নির্বাচকদের মতামত নিতে হবে। বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। সবকিছু মিলিয়ে আসলে সিদ্ধান্তটা নিতে হবে।’