আইসিসি সুপার লিগে শক্ত অবস্থানে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
ক্যাপশন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

কদিন আগেও আইসিসি সুপার লিগে শীর্ষে ছিল বাংলাদেশ। এখন সেই অবস্থানে না থাকলেও বেশ শক্ত অবস্থানে রয়েছে লাল-সবুজের দল। গতকাল রোববার জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ আরও ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তামিম ইকবালের দল দ্বিতীয় স্থানে রয়েছে।  

বাংলাদেশের মোট পয়েন্ট ৭০। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে সাতটিতে জিতেছে তামিম-সাকিবরা। বাকি চারটিতে হেরেছে তারা।

শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ১৫ ম্যাচ খেলে তারা নয়টিতে জিতেছে। পাঁচটিত হেরেছে, আর একটিতে টাই করেছে।

৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে, ৯ ম্যাচে ৪০ পেয়ন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে, ৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ভারত পঞ্চম স্থানে রয়েছে।

খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টানা দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আরও একটি ম্যাচ বাকি আছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জিতলে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ দল।