আইসোলেশনে আগুয়েরো

Looks like you've blocked notifications!
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ছবি : সংগৃহীত

করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে যাওয়ায় ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো এখন আইসোলেশনে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ পেপ গার্দিওলা।

গোল ডটকমের খবরে জানা গেছে, বার্মিংহাম সিটির বিপক্ষে গতকাল রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগুয়েরোর খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দলে ছিলেন না। বার্নান্ডো সিলভার দুই গোল ও ফিল ফোডেনের এক গোলে ৩-০ ব্যবধানে জিতেছে ম্যান সিটি।

এবার মাত্র নয়টি ম্যাচ খেলেছেন আগুয়েরো। আর্জেন্টাইন এই তারকা সম্পর্কে গার্দিওলা বলেন, ‘সম্প্রতি একজন পজিটিভ ব্যক্তির সংস্পর্শে গিয়েছিল আগুয়েরো। যে কারণে তাকে কয়েকদিন আইসোলেশনে থাকতে হবে। আমাদের সবার মতো তাকেও গত ১০-১৫ দিনে ছয়বার পরীক্ষা করাতে হয়েছে। নিয়ম অনুযায়ী আগুয়েরোকে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

সম্প্রতি করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ছয়জন খেলোয়াড় কোভিড পজিটিভ হয়েছেন। এরই মধ্যে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সিটির ম্যাচটি নিরাপত্তার খাতিরে বাতিল করা হয়েছে।

আগুয়েরো ছাড়াও গোলরক্ষক স্কট কারসন, ডিফেন্ডার এরিক গার্সিয়া ও মিডফিল্ডার কোল পালমারকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

গত মাসে আর্সেনালের বিপক্ষে জয়ের পর থেকে মাঠের বাইরে থাকা ডিফেন্ডার অমারিক লাপোর্তে খুব দ্রুতই দলে ফিরছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে দলে পাওয়ার আশা করছেন গার্দিওলা।